নরেন্দ্র মোদির সফর সুচি চুড়ান্তঃ সাতক্ষীরায় আসবেন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দেওয়ার জন্য দুদিনের সফরে আগামী ২৬ মার্চ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ, সাতক্ষীরা ও ওরাকান্দিতে দুটি মন্দির পরিদর্শন করবেন। মঙ্গলবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মঙ্গলবার নিজ দফতরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ২৬ মার্চ ঢাকা আসবেন। প্রথম দিন নিয়মিত অনুষ্ঠান, যেমন- জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডির ৩২, জাতীয় প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং পরদিন তিনি ঢাকার বাইরে যাবেন।’

মন্ত্রী বলেন, ‘সফরের দ্বিতীয় দিন তিনি প্রথমে যাবেন সাতক্ষীরায়। কারণ, সেখানে লক্ষণ সেনের সময়কার একটি পুরনো মন্দির আছে। এরপর তিনি যাবেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে। সেখানে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তাকে অভ্যর্থনা জানাবেন। নরেন্দ্র মোদি সেখান থেকে ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দিরে যাবেন।’

আব্দুল মোমেন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ওইসব এলাকায় যাবেন। কারণ, ওখানকার অনেক লোক পশ্চিমবঙ্গে আছেন এবং এ জন্যই তিনি ওইসব এলাকায় যাবেন।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৭ মার্চ বিকালে প্রধানমন্ত্রীর দফতরে মোদি আসবেন দ্বিপক্ষীয় বৈঠকের জন্য। সেখানে কয়েকটি কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন হবে এবং কিছু চুক্তি সই হবে। এরপর তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখান থেকে সন্ধ্যায় বিমানবন্দরে যাবেন বলে তিনি জানান।

অন্যান্য শীর্ষ অতিথি

ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপতি,  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দেবেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশীদের মধ্যে এ মুহূর্তে চার জন, পরে আরেকজন বাড়তে পারে, যারা সশরীরে আসবেন।’

তিনি বলেন, ‘সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আমাদের বিশেষ সদ্ভাব আছে। আমরা সব সময় প্রতিবেশী দেশগুলোকে সমর্থন দিচ্ছি। তারাও আমাদের সঙ্গে সুসম্পর্ক রেখেছে।’

অন্য অতিথিরা কেউ ঢাকার বাইরে যাবেন না জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘সবাই জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডি ৩২ ও জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।