মা. আব্দুর রহমান, কেশবপুর (যশোর) থেকে
যশোরের কেশবপুরে বিনা অনুমতিতে মাটি উত্তোলন করে মৎস্য ঘেরের ভেড়ি বাঁধ নির্মাণকালে উত্তোলকৃত মাটির কারণে সরকারি রাস্তায় জনসাধারণের চলাচলের অযোগ্য হওয়ায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসাদুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামের কাশেম মোড়লের ছেলে আসাদুজ্জামান বিনা অনুমতিতে ব্যাসডাঙ্গা বিলে তার মৎস্য ঘেরের মাটি কয়েক দিন ধরে কেটে সরকারি রাস্তার সাথে ভেড়ি বাঁধ নির্মাণ করছিলেন। ওই মাটি সরকারি রাস্তার উপর থাকায় জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসাদুজ্জামানকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …