ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরার প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীবৃন্দ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিউ মার্কেট মোড়স্থ শহীদ স. ম আলাউদ্দিন চত্ত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রগতিশীল সাংস্কৃতিক জোটের নেতা সাংবাদিক মুনসুর রহমান।
বক্তব্য রাখেন, খগেন্দ্রনাথ ঘোষ, আব্দুস সাত্তার, আজাহারুল ইসলাম সাদী, মোস্তাফিজুর রহমান, মাসুদ রানা মিঠু, আবু বক্কর সিদ্দিকী, আরিফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধানদের অনিয়ম-দুর্নীতির বিষয়ে পত্র-পত্রিকা, টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখলে তাদেরকে হয়রানি করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ঐ কর্মকর্তাদের পাশাপাশি তাদের অনুসারীরাও।
ওই মামলায় বিগত ২ বছরের অধিক সময়ে যাদেরকে আসামী করা হয়েছে তাদের অধিকাংশই লেখক। সেই সকল লেখকদের মুক্তির পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি