কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুর ফটো ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য ও দৈনিক যশোর এবং চ্যানেল এস এর প্রতিনিধি আক্তার হোসেনের সাথে অসৌজন্যমূলক আচরনকারীর গ্রেফতার ও ছিনতাইকৃত ক্যামেরা উদ্ধারের দাবি জানিয়েছেন কেশবপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সংগঠনের এক জরুরি সভায় এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে এই দাবি জানানো হয়। এছাড়াও ঘটনার সাথে জড়িত উপজেলার মেহেরপুর গ্রামের উজির আলী গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী (৪২) কে আটক করার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। এ উপলক্ষে সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি কবির হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ তাইফুর রহমান, সদস্যআব্দুর রহমান, আক্তার হোসেন প্রমুখ। উল্লেখ্য, কপোতাক্ষ নদ সংলগ্ন উপজেলার মেহেরপুর বিল থেকে মাটি বিক্রির অভিযোগ পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে রশিদ গাজী তাদের মিথ্যা মামলায় জড়ানোসহ ভয়ভীতি দেখিয়ে হুমকী প্রদর্শন করে। এ সময় চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি আক্তার হোসেনের মোটরসাইকেলের পিছনে ঝুলিয়ে রাখা ব্যাগসহ ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ক্যামেরা উদ্ধারের চেষ্টায় দু’দফা এলাকায় অভিযান করেছেন। এ খবর লেখার সময়ও ক্যামেরা উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হয়নি বলে জানাগেছে।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …