আশাশুনি ব্যুরো: আশাশুনির সরাপপুরে এক ব্যক্তি ইঁদুর মারা ফাঁদে নিজেই বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রামে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের খালেক সরদারের পুত্র আমিনুর রহমান (৪৬) বাড়ির পাশে ধান চাষ করেছেন। জমিতে ইঁদুর, শিয়ালসহ অন্যান্য পশুর উৎপাত থেকে রক্ষা পেতে জিআই তার দিয়ে ক্ষেতের চার পাশ দিয়ে ঘিরে রাতে বিদ্যুৎ লাইন দিয়ে থাকে। প্রতিদিনের ন্যয় শুক্রবারও সন্ধ্যায় তারে বিদ্যুৎ লাইন সংযোগ দিয়ে আমিনুর এশার নামাজ আদায় করতে যান। সে সময় তার স্ত্রী ও কন্যা শ^শুর বাড়িতে অবস্থান করছিল। বাড়িতে আমিনুর ও পুত্র সন্তান অবস্থান করছিল। এশার নামাজ শেষে আমিনুর ক্ষেতে ঘুরতে যেয়ে মনের অজান্তে ওই বিদ্যুৎ সংযোগ দেয়া তারে হাত লাগে। সাথে সাথে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। রাত ৯টার দিকে তার পুত্র রাতের ভাত খাওয়ার জন্য খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি থেকে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে ক্ষেতে গিয়েই দেখতে পায় পিতা লাইনে জড়িয়ে পড়ে আছে। তার ডাকচিৎকারে পাশের লোকজন হাজির হয়ে আমিনুরকে উদ্ধার করে বাড়ি নিয়েই স্থানীয় ডাক্তার দিয়ে প্রাথমিক পরীক্ষায় জানতে পানে সে মারা গেছে। সাথে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার বাদ জোহর নিহতের নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …