আদালত প্রতিবেদক \ দেশব্যাপী আলোচিত লোমহর্ষক কলারোয়ার নিষ্ঠুরতার চার হত্যা মামলার আজ দশম দিনের মত সাক্ষ্য গহন করবেন সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালত। অমানবিক বর্বর, হৃদয় বিদারক এই হত্যা মামলার এক মাত্র আসামী রায়হানুর রহমানের উপস্থিতিতে বিচারিক আদালত বিচার কার্যক্রম পরিচালনা করছেন এবং মামলার গুরুত্ব অনুযায়ী দ্রুততার সাথে মামলার কার্যক্রম পরিচালনা করছেন বিজ্ঞ আদালত। সা¤প্রতিক সময়ে আলোচিত চারহত্যা কান্ডের একমাত্র আসামী রায়হানুর রহমান রাতের অন্ধকারে নিজ ভাই শাহিনুর গাজী ভাবী সাবিনা ইয়াসমিন ও দুই শিশু ভাইপো ও ভািিজকে হত্যা করে। হত্যাকান্ডের খবরটি সাতক্ষীরার সীমানা পেরিয়ে দেশব্যাপী আলোচনার জন্ম নেয়। হাজার হাজার মানুষ নিষ্ঠুরতার ঐ হত্যাকান্ডের চোখের পানি ফেলেছে। হত্যাকান্ডের পর পুলিশ রায়হানুর রহমানকে গ্রেফতার করে এবং সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বিলাস মন্ডলের নিকট ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন, পরবর্তি সময়ে সিআইডি পুলিশ রায়হানুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে, চারহত্যা মামলার ধার্যদিন গুলোতে আদালত প্রাঙ্গনে শোকার্থ আত্মীয় স্বজন সহ উৎসুক জনতার ভিড় পরিলক্ষিত হয়। মামলার বাদী সহ শোকার্থ জনগোষ্ঠীর মাঝে বিশেষ সন্তোষ বিরাজ করছে মামলাটির বিচারকার্যক্রম দ্রুততার সাথে চলমান থাকায়।
Check Also
খুলনা-সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু,পরে লাশ শনাক্ত, অতঃপর এল ‘মৃত’ রাজিয়ার ফোন!
কামরুজ্জামান মিঠু , তালা, (সাতক্ষীরা) প্রতিনিধি) খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছে। …