সাংবাদিককে হত্যা ও মিথ্যা মামলার হুমকি,থানায় জিডি

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

সাংবাদিককে হত্যা ও মিথ্যা মামলার হুমকি, থানায় অভিযোগ হয়েছে।অভিযোগ শুত্রে  জানা যায় যশোরের কেশবপুর নিউজ ক্লাবের ফটোসাংবাদিক ও সাপ্তাহিক জনতার মিছিল পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও প্রত্যাহ বার্তা অনলাইন পোর্টালের বার্তা সম্পাদক শনিবার ১৩ই মার্চ ২০২১ তারিখে রাত ০৮.১৮ ঘটিকায় দৈনিক কালের চিত্র ও দৈনিক যুগের বার্তা পত্রিকা হতে নারীলোভী শাহরিয়ার খপ্পরে দিশেহারা একাধিক পত্রিকার শিরোনামের সংবাদটি সংগ্রহ করে প্রত্যাহ বার্তার অনলাইনে প্রকাশ করায়, রবিবার সকাল ০৮.০৯ মিনিটে, ০১৭০৭-৭৪৬৭০৬ নাম্বার থেকে সাংবাদিক ইমরান হুসাইনের ব্যাক্তিগত মোবাইল ০১৭৩৬-১৮৭০৪৯ নাম্বারে ফোন করে তাকে হত্যা ও মামলার হুমকি দেওয়া হয়। এঘটনায় ১৪ই মার্চ ২০২১ তারিখ রবিবার বিকালে সাংবাদিক ইমরান হুসাইন ভবিষ্যত ও তার পরিবারের সদস্যদের জীবন এবং সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে এমন আশঙ্কায় কেশবপুর থানায় সাধারন ডায়েরী করেন। যার ডায়েরী নং- ৫৬৫/২০২১ সাংবাদিক ইমরান বলেন, দৈনিক কালের চিত্র ও দৈনিক যুগের বার্তা পত্রিকা হতে নারীলোভী শাহরিয়ার খপ্পরে দিশেহারা একাধিক নারী শিরোনামের সংবাদটি সংগ্রহ করে প্রত্যাহ বার্তার অনলাইনে প্রকাশ করায় তাকে হত্যার হুমকী দিয়েছে। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী , তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকবৃন্দর।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।