সাতক্ষীরার তালা ও কলারোয়ায় ২১ ইউপিতে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে উল্লেখিত ১১টি পৌরসভা (৬ষ্ঠ ধাপ) ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ ব্যতীত অবশিষ্ট বিভাগগুলোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া উপজেলার ২১ ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন-

শনিবার (১৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ২৭৫, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে নুর উদ্দিন চৌধুরী নয়নকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।