ভারতে পাচারকালে এক কেজি ৭৫০ গ্রাম ওজনের ১৫টি সোনার বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে এসব আটক করা হয়।
আটককৃত পাচারকারির নাম হাফিজুর রহমান (৩৫)। সে সাতক্ষীরার ভোমরা গ্রামের সামছুদ্দিন গাজীর ছেলে।
ভোমরা বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ হারুন অর রশিদ জানান, লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে একটি পাচারকারি চক্র সোনা ভারতে পাচার করার জন্য প্রস্তুত হয়েছে এমন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা লক্ষীদাঁড়ি বেড়িবাঁধে অবস্থান নেয়।
এ সময় বেড়িবাঁধ পার হয়ে ভারতের দিকে দৌড়ে যাওয়ার সময় শূন্য রেখার ৪ নং মেইন পিলারের নিকটবর্তী ১নং সাব পিলারের পাশ থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে এক কেজি ৭৫০ গ্রাম ওজনের ১৫টি সোনার বার জব্দ করা হয়।
সাতক্ষীরা বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ জানান, জব্দকৃত সোনার মূল্য ৯০ লাখ টাকা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।