বিলাল মাহিনী (অভয়নগর) যশোর :
যশোরের অভয়নগরে দুটি মাছের ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষিদের।
উপজেলার চলিশিয়া ইউনিয়নের বেদভিটা বিলে ইজহার আলী খন্দকার ও নূর আলী খাঁ-এর মাছের খামারে সোমবার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মৎস্য অফিসে অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আরো জানা যায়, উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের ইজহার আলী খন্দকার বেদভিটা বিলে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। একই বিলে বেদভিটা গ্রামের নূর আলী খাঁ নিজের এক বিঘা ও চার বিঘা জমি লিজ নিয়ে ঘের করেন।ইজহার আলী খন্দকার বলেন, রবিবার সকালে ঘেরে গিয়ে দেখি শত শত মণ মাছ মরে ভেসে উঠেছে। বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে মাছ চাষ শুরু করি। কয়েক দিন পর মাছ বিক্রি করে ঋণ পরিশোধের ইচ্ছা ছিল। কিন্তু কে বা কারা শত্রুতা করে আমার মাছগুলো মেরে ফেলেছে। আমি এখন নিঃস্ব। আমি ওই দুর্বৃত্তদের বিচার চাই।
নূর আলী খাঁ বলেন, ‘আমি অর্থনৈতিকভাবে শেষ হয়ে গেছি। যারা বিষ দেছে আল্লাহ তুমি তাদের বিচার করো।’উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হুসাইন সাগর বলেন, অভিযোগ পেলে ব্যবস্থাগ্রহণ করা হবে।