সাতক্ষীরায় চোরদের কাছ থেকে গরু উদ্ধার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গরু চুরির ঘটনায় আটক হওয়া চোরদের কবল থেকে গরু উদ্ধার এবং তাদের শাস্তির দাবি জানিয়েছেন এক ক্ষুদ্র গরু খামারি। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদরের দেবনগর গ্রামের আতশ আলী সরদারের ছেলে মো: জাফর আলী। তিনি বলেন আমরা অত্যন্ত দরিদ্র অসহায় কৃষক এবং বাড়িতে ক্ষুদ্র পরিসরে গরুর খামার ব্যবসা পরিচালনা করে আসছি। বিভিন্ন স্থান থেকে টাকা ধার করে উক্ত ব্যবসা শুরু করি। তীল তীল করে আমার খামারে ৫টি গুরু গড়ে ওঠে। ওই ৫টি গরুর প্রায় মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা। প্রতিদিনের ন্যায় গত ২৬ ফেব্রুয়ারী ২০২১ তারিখে রাতের খাওয়া দাওয়া শেষে খামারে ৫টি গরু ঠিক আছে দেখে আমরা ঘুমাতে যায়। পরদিন ২৭ ফেব্রুয়ারি ভোরে ঘুম থেকে উঠে দেখতে পায় আমাদের খামারের ঘরের তালাভাঙ্গা সেখানে কোন গরু নেই। এঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে সাতক্ষীরা সদর থানায় আমার পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। যার নং- ০৫, ০২/০৩/২১। থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে গত ৪/৩/২১ তারিখে খুলনা জেলার ডুমুরিয়া থানার সাহপুর গরুর হাট থেকে আমার ২টি দুটিসহ দুই চোর ডুমুরিয়া উপজেলার কৈয়া কোমলপুর গ্রামের মৃত কিতাব উদ্দীনের পুত্র আব্দুল হক সরদার ও একই এলাকার মৃত ওজির আলী সরদারের পুত্র মোস্তফা সরদার কে আটক করে সাতক্ষীরা সদর থানা পুলিশ। তিনি আরো বলেন পুলিশ আটক চোরদের জেল হাজতে প্রেরণ করেন। তাদের কাছ থেকে ২টি গরু উদ্ধার হলেও বাকী ৩টি গরুর বিষয়ে তারা কোন তথ্য দিচ্ছে না। এদিকে আমি অত্যান্ত দরিদ্র অসহায় হওয়ায় আমার দীর্ঘদিনের পরিশ্রমের পরে উক্ত গরু গুলো খামারে গড়ে ওঠে। অথচ এক রাতেই উক্ত চোরেরা আমাকে নি:শ^ করে দিয়ে গরু গুলো চুরি করে নিয়ে যায়। নষ্ট করে দেয় আমার স্বপ্ন। উক্ত আটক চোরেরা অত্যান্ত সুচতর হওয়ায় বাকী ৩টি গরুর বিষয়ে কিছুই বলছে না। আমি একজন অসহায় দরিদ্র কৃষক ও ক্ষুদ্র খামারি হিসেবে উক্ত চোরদের কবল থেকে আমার চুরি যাওয়া বাকী ৩টি গরু উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।