বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার সুন্দরবনে গোলপাতা আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে আবুল কালাম (৪৫) নামে এক বাওয়ালী নিহত হয়েছে। ঘটনা সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৩টায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। নিহত আবুল কালাম উপজেলার আটুলিয়া ছোটকুপট গ্রামের আতিয়ার রহমান গাজীর পুত্র। এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক জানান, গত ২৮ ফেব্র“য়ারি ২৭ দিনের পাশ নিয়ে নওয়াবেকীর আজিজ মেম্বারের নৌকায় গোলপাতা আহরণে সুন্দরবনে প্রবেশ করেন আবুল কালাম ও তার সঙ্গীরা। বিকেলে খবর পেয়ে কাচিকাটা ক্যাম্পের পাশে পায়রাটুনি খালে গোলপাতা আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হয় আবুল কালাম। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা মৃত দেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসছে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …