কলারোয়ায় প্রার্থীর সমর্থনকারী জখম

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকাত হোসেন অভিযোগ করেছেন,
তাঁর মনোনয়নপত্রের সমর্থক শামীম হোসেন (৩৫) শুক্রবার সন্ধায় উপজেলা সমবায় অফিসের সামনে থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজন তুলে নিয়ে গেছেন। পরে জখম অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যার দিকে উপজেলার কলারোয়া সরশকাটি সড়কের দাউদের রাইচ মিল সংলগ্ন সড়ক থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। আহত শামীম হোসেন একই ইউনিয়নের শংকরপুর গ্রামের আলী বকস মল্লিকের ছেলে।
চেয়ারম্যান শওকাত হোসেন বলেন বলেন, শুক্রবার বেলা পাঁচটার দিকে তিনি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রস্তাবক ও সমর্থককে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে আমার সমর্থক শামীম হোসেনকে মটর সাইকেলে তুলে নিয়ে যায়।  পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

কলারোয়া থানার ওসি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

 

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।