স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানও করোনায় আক্রান্ত।
শনিবার (২০ মার্চ) ডা. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমরা পরীক্ষা করাই। দুইদিন আগে রেজাল্ট পজিটিভ এসেছে। এমনিতেই আমরা ভালো আছি। নিজ নিজ বাসায় আইসোলেশেন আছি। ’
এ বিষয়ে জানতে মহাপরিচালককে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
অন্য একটি সূত্র জানায়, কয়েক দিন আগে স্বাস্থ্য অধিদফতরের প্রায় ৮-১০ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। ডিজি ও লাইন ডিরেক্টর তাদের সংস্পর্শে ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার জাতীয় ভাবে টিকাদান কর্মসূচির প্রথমদিন গত ৭ ফেব্রুয়ারি টিকা নেন।
স্বাস্থ্য অধিদফতরের এনসিডিসির লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাইন ডিরেক্টর মিজানুর রহমানের সঙ্গে আমার নিজেরই কথা হয়েছে। ডিজি স্যারের এপিএস এবং পিএসও দুজনই আক্রান্ত। এই দুজনের পুরো পরিবারও আক্রান্ত হয়েছে। স্যারের আশেপাশে যারা সবসময় থাকেন, তাদের অনেকেই আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে মিজানুর রহমানের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন।’