যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিয়ে ছিল তারাই সংখ্যালঘুদের ওপর হামলা করেছে : কাদের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে এবং তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আজ (২০ মার্চ) শনিবার অনলাইন ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে বাংলাশের প্রধান মিত্র দেশ ভারত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকারপ্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, কোনও ব্যক্তি বিশেষকে নয়। এখন স্পষ্ট যে কারা নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট করছে।’সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িগরে হামলাসুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িগরে হামলা

তিনি বলেন, ‘তারা মোদির সফর প্রতিহত করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি কাফন নিয়ে শপলা চত্বরে ২০১৩ এর ঘটনার পুনরাবৃত্তির হুমকি দিয়েছে। এই সাম্প্রদায়িক অপশক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনও বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনও লাভ নেই। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আজ আওয়ামী লীগ ক্ষমতায়। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।’ অপশক্তিকে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এ নেতা।

সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের একাধিক বারের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জিল্লুর রহমানের স্মৃতি আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।’

Check Also

খুলনা-সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু,পরে লাশ শনাক্ত, অতঃপর এল ‘মৃত’ রাজিয়ার ফোন! 

কামরুজ্জামান  মিঠু , তালা, (সাতক্ষীরা) প্রতিনিধি) খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।