জাতীয় পার্টি এখন বিধ্বস্ত: বিদিশা

জাতীয় পার্টি (জাপা) বর্তমানে বিধ্বস্ত বলে মন্তব্য করেছেন জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। তিনি বলেন, ‘জাতীয় পার্টির দায়িত্বে যারা রয়েছেন তারা নড়াচড়া করেন না। জাতীয় পার্টিকে সংগঠিত করতে জেলা-উপজেলায় যায় না। অঙ্গসংগঠনের অবস্থা ভঙ্গুর হয়েছে। আমরা জাতীয় পার্টিকে নতুন করে পূর্নগঠনের স্বপ্ন দেখি। সেই লক্ষ্যে তৃণমূলকে সাজাতে আমি মাঠে নেমেছি।’

এইচ এম এরশাদের জন্ম বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে রংপুরে তার পল্লী নিবাসে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিদিশা বলেন, ‘জাপার প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে মাজার জিয়ারত করতে এরিক এরশাদসহ রংপুরে এসেছি। একজন সাবেক রাষ্ট্রপতির জন্মদিন যেভাবে উদযাপন করার কথা ছিল সেভাবে উদযাপিত হয়নি। এখানে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীকে আমি দেখছি না।’

দলীয় অবস্থান না থাকা স্বত্ত্বেও রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে প্রশ্নের জবাবে বিদিশা বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের গড়া ৫৮ দলীয় জোটের নেতাকর্মীরা আমার সঙ্গে আছে। বর্তমান চেয়ারম্যান এই জোটকে পাত্তা দেন না। তিনি নিজেকে ছাড়া দলকে শক্তিশালী করতে কারো প্রয়োজন আছে বলে মনে করেন না। যদি তৃণমূলের কর্মীরা আমাকে চায়, আমার নেতৃত্ব মানতে চায় তবে রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি জনপ্রতিনিধি হতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ, এরশাদ পুত্র শাহাতা জারাব এরিক এরশাদ, ট্রাস্টের পরিচালক ও লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড. কাজী রুবায়েত হাসান, ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শেখ শহিদুজ্জামান, প্রেস সচিব এএসএম সায়েম সাকলায়েন। এরপর এরিক এরশাদ পল্লী নিবাস বাসভবনে এরশাদের জন্ম বার্ষিকীর কেক কাটেন এবং ২০০ দরিদ্র-এতিমদের মাঝে খাবার বিতরণ করেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।