শাপমালা / বিলাল মাহিনী

মার্জার পণ্ডিতকে কহিলো-
ঈশ্বরের পাপও পূন্যের, আমার পূণ্যগুলো পাপ!
আমি পুণ্যের ছুরিতে জবেহ্ করি পাপ, উনি পাপের ছুরিতে পুণ্যকে।

ওকালের বঞ্চনা অভিশাপ সব শয়তানের!
পুণ্য স্বর্গ বিশ্বাসী ধার্মিকের।

ওর জন্ম পঙ্কে
ও সুহাসিনী
সুন্দরের পূজারি ও
খোঁপায় গুঁজে পুষ্পশাখা বেড়ায় দিবানিশি, ওর জন্য শত লানত ঘৃণা শাপ।

পুণ্যের ধারক আত্মা মনো-প্রাণ
পাপের বাহক গতর।
বন্ধু, বলি শোনো-
আমার গুনাহ মাপার আগে নিজের কু-কাম গোনো!

ধরার এ পাপশালায় এসে
পাপের কাদা না মেখে দেহে
পুছবে কী করে ওপারে?

মসজিদ মন্দিরে ধর্ম পূজো
অসুরের পায়ে মাথা নুজো!
আবার কেমনে আশা করো তুমি-
পুণ্য শুধু জমো?

ভেবে দেখো,
ভাবছো যাকে ভরা পাপী-তাপী
চুপটি থেকে তুমিও বন্ধু পাপীর বোজম সাথী।

তোমার মাঝেই ঈশ্বর আল্লাহ স্বর্গ পুণ্য
শয়তান পঙ্ক পঙ্কিল, অসুর নরক জঘন্য।

Check Also

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণ

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।