ক্রাইমবাতা রিপোটঃ ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় দোষী সাব্যস্থ করে তালার কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বর রোখসানা পারভীনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং প্রত্যেকে ১ লাখ ১৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিভাগীয় স্পেশাল জজ আদালত, খুলনার বিচারক মো: জিয়া হায়দার ওই রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ১ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ৪ টন ত্রানের চাউল আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ১৯ আগস্ট তালা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল হাকিম বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০। ধারা, দন্ডবিধির ৪০৯/৪১১/১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২)। উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহকারী পরিচালক মো: আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১২ সালের ১৪ জুন আসামীদ্বয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ পত্র নম্বর ৩৭। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য বিভাগীয় স্পেশাল জজ আদালত, খুলনাতে প্রেরণ করা হয়। গতকাল মামলাটির রায় ঘোষনার জন্য দিন ধার্য্য ছিল। বিচারক মো: জিয়া হায়দার মামলার সাক্ষীদের জেরা জবাবন্দী এবং নথি পর্যালোচনা করে উপরোল্লিখিত রায় ঘোষনা করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন, দুদক, খুলনার পিপি শেখ লুৎফুল কবীর। দুদক, সাতক্ষীরার পিপি এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু বিষয়টি নিশ্চিত করেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …