রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষের পর আগুনে পুড়ে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার দুপুর দুইটার দিকে রাজশাহী নগরীর কাটাখালী থানার কাপাশিয়া সংলগ্ন এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নেয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকা থেকে রাজশাহীর দিকে আসছিল। আর একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস, মাইক্রোবাস ও সিএনজিটি কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভিতরেই আগুনে পুড়ে ১১ জন নিহত হন।
এছাড়া গুরুতর আহত আরো বেশ কয়েকজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ছয়জনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রামেক হাসপাতালে দুইজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।