ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরা: স্বাধীনতার ৫০তম বছর ২০২১। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশ নামে একটি আলাদা ভুখন্ডের।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সারা দেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপিত হচ্ছে।
সাতক্ষীরায় শনিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন অতিথিরা, উপস্থিত শিক্ষার্থী ও দর্শক-শ্রোতারা।
পরে পুলিশ, বিএনসিসি, আনসার, রোভার স্কাউটসসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপেল অনুষ্ঠিত হয়।
এদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৭ মার্চ দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।