আজ সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী মন্দিরে আসছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে জেলাজুড়ে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার থেকে শুরু করে ৪টি হেলিপ্যাড, ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়, মন্দির সংলগ্ন রাস্তা, মন্দির, মন্দির সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি, বাংলাদেশ ও ভারত সরকারের প্রধানমন্ত্রীর ছবি, দুই দেশের পতাকা, সাতক্ষীরার ঐতিহ্য সুন্দরবন, মধু আহরণ, বাঘ, হরিণ, সহ জীববৈচিত্র, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র, মৃৎশিল্প, হস্তশিল্প, সহ সমগ্র এলাকা সুসজ্জিত করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল ৯টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। তারপর গাড়ি যোগে কালী মাতা দেবীর ৫১ পীঠের একটি পবিত্র তীর্থস্থান ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দিরে পূজা দেবেন। জানা যায়, রাজা ল²ণ সেনের রাজত্বকালে তিনি স্বপ্নে আদিষ্ট হয়ে ঈশ্বরীপুর এলাকায় এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি নির্মাণের পর সেটি বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে মন্দিরটি জঙ্গলাকীর্ণ হয়ে ওঠে। সে সময় শ্যামনগরের ধুমঘাট ছিল বাংলার ১২ ভূঁইয়ার এক ভূঁইয়া রাজা প্রতাপাদিত্যের রাজধানী। রাজা প্রতাপাদিত্য রাজধানী নির্মাণকালে জঙ্গল পরিষ্কার করার সময় ভগ্নাবস্থায় এই মন্দির ও কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করেন। রাজা প্রতাপাদিত্য এসময় দেখতে পান, ওই জঙ্গল থেকে এক আলোকরশ্মি বেরিয়ে আসছে। তিনি তখন মন্দিরটি খোলার নির্দেশ দেন। মন্দিরটি খুলেই সেখানে দেখা মেলে চন্ডভৈরবের আবক্ষ শিলামূর্তি। তখন থেকে সেখানে পূজা আর্চনা শুরু হয়। সেই যশোরেশ্বরী কালী মাতা মন্দির পরিদর্শন ও পূজা দিতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে যশোরেশ্বরী কালী মাতা মন্দির সেজেছে অপরূপ সাজে। তার নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে মন্দির প্রাঙ্গণের বাইরে থাকবে র্যাব, পুলিশ ও সকল প্রশাসনিক বাহিনীর সদস্যরা। মন্দির প্রাঙ্গণে নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে থাকবেন এসএসএফ, পিজিআর সহ ভারতের এসপিজি সহ গোয়েন্দা বাহিনীর সদস্যবৃন্দ। পূজা ও পরিদর্শন শেষে ভারতের প্রধানমন্ত্রী গোপালগঞ্জের ওড়াকান্দির উদ্দেশ্যে রওনা দিবেন। সাতক্ষীরা শ্যামনগরের প্রত্যন্ত অঞ্চল ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দিরে এই প্রথম কোন রাষ্ট্রীয় প্রধান আসায় এলাকার হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। তারা নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …