মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫০ বছরে অতিক্রম করেছে। বাঙ্গালী জাতি আজ থেকে ৫০ বছর পূর্বে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করেছিল। আমরা পেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার নাম বাংলাদেশ। বাঙ্গালী জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস সশস্ত্র আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাঙ্গালী মুক্তির ইতিহাস তথা স্বাধীনতা এনে দিয়েছেন। এ অর্জন সহজে হয়নি ৩০ লক্ষ শহিদের আত্মদান ২ লক্ষ মা বোনের সম্ভ্রম স্বাধীনতার সাথে মিশে আছে। বাঙ্গালী জাতি আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। একই সাথে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন করছে। সমগ্র বাঙ্গালি জাতির জন্য স্বাধীনতা আনন্দঘন গৌরব দিন। বাঙ্গালী জাতি স্বাধীনতা জন্য মুলত পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমাদের জন্য উপহার দিয়েছিল লাল সবুজের পতাকা। সারা বিশ্বে আমরা গর্বের সাথে বলতে পারি আমরা বাঙ্গালী, আমরা বাংলাদেশী। সেই সময়ে বাঙ্গালী জাতির লালিত স্বপ্নছিল মহান স্বাধীনতা। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়ে আছে। এক সময় বাংলাদেশ কে নিয়ে বিশ্বের অনেক দেশ উপহাস করতেন। আজ সেই দেশ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্রকে জয় করে উন্নয়নের মডেল হিসাবে গড়ে উঠেছেন। স্বাধীনতার পঞ্চাশ বছরে দেশে আমূল পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এখন মাথা পিছু আয় বেড়েছে। দারিদ্রতার হার কমেছে জিডিপির আকার বৃদ্ধি পেয়েছে। সেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস তথা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে বাংলাদেশ তথা বাঙ্গালী জাতি। সারা দেশের সাথে সঙ্গতি রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন ঘটা করে স্বাধীনতা দিবস পালন করছেন। জেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে গতকাল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান বাস ভবন ও অন্যান্য সকল প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা এসময় স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপি এম (বার), একই সময় পুলিশ, বিএনসিসি, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, কারারক্ষী, রোভার স্কাউটস ও গার্ল গাইডস এর সমন্বয় মার্চপাস্ট প্রদর্শন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত, কৃষি ডিডি নুরুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুলাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, জেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা মারুফ বিলাহ সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, এসময় সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন বনাম পৌরসভা সৌখিন ফুটবল প্রতিযোগিতা সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মহান স্বাধীনতা যুদ্ধের উপর প্রাম্যান চলচ্চিত্র প্রদর্শনী। এবং সন্ধ্যায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, অতি: জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানজিলুর রহমান, অতি: জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বদিউজ্জামান, জেলা শিক্ষা অফিসার এসএম আবদুলা আল মামুন, আ’লীগ নেতা মকসুমুল হাকিম, শেখ তৈহিদুর রহমান ডাবলু সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …