উত্তরায় হেফাজত কর্মী সন্দেহে পথচারী আটক

রাজধানীর উত্তরা থেকে হেফাজত কর্মী সন্দেহে এক পথচারীকে আটক করেছে পুলিশ।

উত্তরা জোনের এডিসি তাপস কুমার দাস যুগান্তরকে বলেন, তার গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

তবে আটক পথচারীর নাম বলতে চাননি তিনি।

প্রসঙ্গত ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী হতাহতের ঘটনায় দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলছে।

রাজধানীর উত্তরাতেও সংগঠনটির নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ করছেন। ঢিলেঢালাভাবে হরতাল পালন হলেও কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয় যায়নি।

এদিকে হেফাজতের হরতালকে ‘অবৈধ’ উল্লেখ করে আওয়ামী লীগের শতশত নেতাকর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ করতে দেখা গেছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুরে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. হাবিব হাসানের নেতৃত্বে হরতালবিরোধী সমাবেশ চলছে।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।