করোনায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। আজও শনাক্তে গতকালের রেকর্ড অধিক্রম করেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১৫৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৮৩০ জন। এটাই একদিনে সর্বোচ্চ। মোট শনাক্ত ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২৪৭৩জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২২৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৯৩টি নমুনা সংগ্রহ এবং ২৯ হাজার ৩৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৪৭লাখ ২৮ হাজার ১১৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।