শনাক্তের হার ২৩.২৮ শনাক্তে রেকর্ড ৬৮৩০, আরো ৫০ জনের মৃত্যু

করোনায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। আজও শনাক্তে গতকালের রেকর্ড অধিক্রম করেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১৫৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৮৩০ জন। এটাই একদিনে সর্বোচ্চ। মোট শনাক্ত ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২৪৭৩জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২২৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৯৩টি নমুনা সংগ্রহ এবং ২৯ হাজার ৩৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ৪৭লাখ ২৮ হাজার ১১৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।