শার্শায় আগুনে পুড়ল কৃষকের গোয়ালঘর, আহত ১

আব্দুল্লাহ,শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলায় দুটি গোয়াল ঘরে আগুন লেগে কৃষক মকবুলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।এসময় গরু ও ছাগল বাঁচাতে গিয়ে গিয়ে তিনি মারাত্নক আহত হয়েছেন।

শুক্রুবার গভীর রাতে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর কলোনি গ্রামে কৃষক মকবুলে বাড়িতে এ ঘটনা ঘটে।মকবুল ঐ গ্রামের ফজলুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে কৃষক মকবুল প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশা মারার কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত গভীর হলে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে গোয়ালে পড়ে থাকা খড়ে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোয়াল ঘরটি জ্বালিয়ে বসতবাড়ির ঘর জ্বালাতে শুরু করলে লোকজন টের পায়।

এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংবাদ পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোয়াল ঘরে থাকা কৃষক মকবুলের ৯ টি ও হাঁস ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এতে ওই কৃষকের প্রায় ২লাখ ক্ষতি হয়েছে।

এ সময় গরু ছাগল বাঁচাতে গিয়ে আহত কৃষক মকবুল শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মকবুলের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। এজন্য সেখানকার কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরন করেছে।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। তবে গোয়াল ঘরে মশার কয়েল থেকে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।