সাতক্ষীরায় কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন চলছে।
মাস্ক পরিধান, স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব বজায় রাখা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা সহ বিভিন্ন অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক নিযুক্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৭২টি মোবাইল কোট পরিচালনা করেছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা খুলনা রোড মোড় থেকে সঙ্গীতা মোড় পযন্ত থেকে দিনভর শহর সহ জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোট অভিযান পরিচালনা করেন। এ অভিযানে টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুল আমিনের নেতৃত্বে অভিযান চলছে।