যে কোন সময়ে মামুনুল হক গ্রেফতার: সোনারগাঁয়ে মামলা দায়ের

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে হেফাজতের তাণ্ডবের পর মঙ্গল ও বুধবার তিনটি মামলা রুজু হয়েছে। একটি মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে।

দুটি মামলার বাদী হয়েছেন সোনারগাঁ থানা পুলিশ ও অপর মামলাটির বাদী হয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান।

দুটি মামলায় সোনারগাঁ থানা পুলিশ প্রায় ৮৩ জনের নাম উল্লেখসহ  ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামী করেছেন। এর একটি মামলার প্রধান আসামী মামুনুল হক।

অপর মামলায় সাংবাদিক হাবিবুর রহমান ১৫ জনের নাম উল্লেখসহ ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামী করেছেন। এই মামলায় ভাটিকান্দি গ্রামের নুরুজ্জামানের ছেলে মোস্তফাকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ গ্রেপ্তার করে জেলা আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পুলিশ।

উল্লেখ্য, গত ৩রা মার্চ শনিবার পৌরসভায় অবস্থিত রয়েল রির্সোটে মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে হেফাজতের উত্তেজিত নেতাকর্মীরা ওই রির্সোটে হামলা ভাংচুর চালিয়ে হেফাজত নেতা মামুনুল হককে ছিনিয়ে নেন।।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।