নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের তার ছিড়ে প্রাণ গেল ১০ বছরের শিশু আব্দুর রহমানের। শুক্রবার সকাল ১০ টার দিকে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু চুনা ব্রীজ এলাকার আব্দুল গফুরের ছেলে।
জানা গেছে, গফুর গাজীর বাড়ির পাশ দিয়েই বিদ্যুতের মেইন লাইনের তার গেছে। সকালে তার পুত্র আব্দুর রহমান বাড়ির উঠানে খেলা করছিল। এসময় হঠাৎ বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে আব্দুর রহমানের গায়ে পড়ে। এতে তার পিঠের বিভিন্ন অংশ পুড়ে যায়। ফলে ঘটনাস্থলেই শিশু আব্দুর রহমানের মৃত্যু হয়।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …