বাড়িতে বিস্ফোরণে দগ্ধ হওয়ার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের স্ত্রী কানন বেগম (৪০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে শনিবার দুপুর আড়াইটায় নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: আবুবকর ছিদ্দিক এবং মেয়রের ছেলে মানিক।
এর আগে শুক্রবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল বলে জানা গেছে।
মেয়রের ছেলে মানিক জানান, তার মায়ের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে।
এছাড়া এ দুর্ঘটনায় দগ্ধ পৌরসভার কর্মচারী শ্যামল চন্দ্র দাস (৩০), মনির হোসেন (৪০) এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিশ্চিত করলেও বিষয়টি মানতে নারাজ মেয়র। মেয়র আব্দুস ছালামের দাবি, গ্যাসের কারণে বিস্ফোরণ হয়নি, কুচক্রী মহল নাশকতা কর্মকাণ্ড চালিয়েছে।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে মেয়রের চারতলা বাসার তিন তলার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেয়রের স্ত্রী ও চার কাউন্সিলরসহ আহত হন ১৪ জন।