নিহত সালাউদ্দীন একই এলাকার বাবু সরদারের ছেলে। শনিবার (১০ এপ্রিল) দুপুরে ঘরের ভিতর সালাউদ্দীনের গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে সালাউদ্দীনের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ এসময় হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল হক শামস্ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, খবর পেয়ে পুলিশ নিহত সালাউদ্দীনের মরদেহ করেছে। তাকে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে। কে বা কারা হত্যাকান্ডে জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খুজে বের করতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।