যশোরের বসুন্দিয়ায় ছেলের হাতে বাবা খুন!

স্টাফ রিপোর্টার, (অভয়নগর) যশোর:

যশোর সদর উপজেলার বসুন্দীয়ায় ছেলের হাতে পিতার খুনের ঘটনা ঘটেছে।
৯ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ১১ টার সময় যশোর সদর বসুন্দিয়া গ্রামের মিরে পাড়ায় পারিবারিক কলহের জের ধরে হতদরিদ্র পিতা সৈয়দ সরোয়ার হোসেন (৪৫), নেশাখোর, চরিত্রহীন, লম্পট পুত্র সৈয়দ মোজাফফর হোসেন (নয়ন)২৪, কর্তৃক পিতা সরোয়ারকে বেদম প্রহর করলে সে গুরুতর আহত হয়।
তৎখানিক ঐ রাতেই প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা বেগতিক হওয়ায় খুলনা ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে সরোয়ার হোসেন মৃত্যু বরণ করেন, পুত্র নয়ন পলাতক।

পুলিশ লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছেন, এ ব্যাপারে পুত্র নয়নের বিরুদ্ধে পিতা হত্যার মামলার প্রস্তুতি চলছে। অত্র এলাকা বাসির কাছ থেকে জানা যায়, ঘটনার দিন রাতে নিহত সরোয়ার হোসেন, এর স্ত্রী সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে পুত্র নয়ন এসে দরজার ঢাসা দিয়ে পিতা সরোয়ারকে এলোপাতাড়ি ভাবে বেদম প্রহার করলে ঘটনা স্থলে গুরুতর আহত হয়।

মাটিতে লুটিয়ে পড়ে প্রতিবেশীরা ঘটনা স্থলে ছুটে আসলে পুত্র নয়ন পালিয়ে যায়, গ্রাম বাসী আরও জানায় হতদরিদ্র সরোয়ার হোসেনের এর ২ টি পুত্র সন্তান ২ টি কন্যা সন্তান রয়েছে, বড় পুত্র নয়ন নেশাখোর এবং সে বিভিন্ন অপকর্মের হোতা তাকে বিচারের আওতায় এনে পিতা হত্যার কঠিন শাস্তির জোর দাবি জানান।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।