সবচেয়ে দীর্ঘ সময় ২৩ ঘণ্টা ৫ মিনিট রোজা রাখতে হবে ফিনল্যান্ডের মুসলিমদের

টানা দুই বছর বিশেষ এক পরিস্থিতিতে পবিত্র রমজান মাস পালন করতে হবে বিশ্বের মুসলিমদের। করোনাভাইরাস মহামারির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশে রোজার সময়ে ভিন্নতা দেখা যায়।

উত্তর মেরুর কাছাকাছি দেশগুলোতে সাধারণত রোজার সময় দীর্ঘ হয়। আবার দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময় অপেক্ষা কম দীর্ঘ হয়।

চলতি বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে ফিনল্যান্ডের মুসলিমদের। সেখানে এ বছর রোজার সময় ২৩ ঘণ্টা ৫ মিনিট। নরওয়ে ও সুইডেনের মতো অন্য স্ক্যাডানেভিয়ান দেশেও এই দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হবে।

অস্ট্রেলিয়ার মুসলিমদের এ বছর ১১ ঘণ্টা ৫৯ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে। আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো আরব দেশগুলোতে রোজার প্রথম দিন হবে ১৪ ঘণ্টা ৩৯ মিনিটের। আর শেষ রোজার সময় হবে ১৫ ঘণ্টা ৫০ মিনিট। এ বছর মক্কায় প্রথম রোজার দৈর্ঘ্য হবে ১৩ ঘণ্টা ৫১ মিনিট। আর শেষ রোজার সময়কাল হবে ১৪ ঘণ্টা ৭ মিনিট।

এদিকে বাংলাদেশে আগামীকাল চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। বাংলাদেশের আকাশে নতুন চাঁদ দেখা গেলে বুধবার শুরু হবে পবিত্র রমজান মাস। সেক্ষেত্রে প্রথম রোজা হবে ১৪ ঘণ্টা ৮ মিনিটের।

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।