সাতক্ষীরায় স্বাস্থ্য কর্মী সহ আরো ৬ জনের করোনা পজেটিভ: সাতক্ষীরায় ৩৬ জনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৬১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩৬ জন। রবিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ওই ব্যক্তির নাম জাকির হোসেন (৫০)। তিনি তালা উপজেলার সুভাষিনী পাঁচরোকী গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ¦র, সর্দি, কাশি, শ^াসকষ্ট, কিডনি ও ডায়াবেটিসসহ নানা রোগ নিয়ে গতকাল ১০ এপ্রিল ওই ব্যক্তি মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এদিকে, সাতক্ষীরায় করোনা সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের প্রবনতা বৃদ্ধি পেলেও সামাজিক দূরত্ব রক্ষা করছেন না কেউই। ফলে বাজারঘাটে, দোকানপাটে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। একইসাথে শহরের বিভিন্ন পয়েন্টে দেখা দিচ্ছে যানজট।

 

সারা দেশের ন্যায় সাতক্ষীরা করোনা ভাইরাস সংক্রমন বেড়ে চলছে গত ২৪ ঘন্টায় জেলায় স্বাস্থ্যকর্মী সহ আরো ৬ জনের করোনা পজেটিভ এসেছে। এরা হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ ফেরদাউস খাতুন, শহরের কাটিয়া এলাকার খন্দকার আলী, সদরের আখড়াখোলা হাসিনুর রহমান। কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্যকর্মী ইমরান হোসেন, একই উপজেলার বাজার গ্রাম এলাকার তামাজিদ আহমেদ সাকিব, ও তেতুলিয়া এলাকার মোঃ একবার বাহার। সাতক্ষীরা সিভিল সার্জন ডা: মোঃ হুসাইন শাফায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।