সাতক্ষীরায় বা‌ঘের মুখের ভেতর থেকে বেঁচে ফিরলও মৌয়াল

শ্যামনগর প্রতিনিধি : প‌শ্চিম সুন্দরব‌নের সাতক্ষীরা রে‌ঞ্জে বা‌ঘের আক্রম‌ণে এক মৌয়াল আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তি শ‌্যামনগর উপ‌জেলার গাবুরা ইউ‌নিয়‌নের সোরা গ্রামের হালিম শেখের ছেলে রবিউল ইসলাম (২০)। মঙ্গলবার (১৩এপ্রিল) পশ্চিম সুন্দরবনের হলদিবুনিয়া এলাকার আমড়াতলি খালে এ ঘটনা ঘটে। আহত রবিউলের সঙ্গিরা জানান, গত ১এপ্রিল বুড়িগোয়ালিনি ক্যাম্প থেকে মধুর পাস নি‌য়ে সুন্দরব‌নে মধু সংগ্রহ কর‌তে যান তারা।

মঙ্গলবার বিকেল ৪টার দি‌কে সুন্দরব‌নের আমড়াতলি খাল এলাকায় মধু সংগ্রহ করার সময় হঠাৎ একটি বাঘ রবিউলের ওপর আক্রমণ ক‌রে বনে টেনে নিয়ে যায়। এ সময় আমরা সবাই জড়ো হয়ে হাঁকডাক কর‌লে বাঘ রবিউলকে ছে‌ড়ে দি‌য়ে চ‌লে যায়। পরে বনের এক কিলোমিটার ভেতরে তাকে জীবিত পাওয়া যায়।

মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে। রবিউলের পরিবারের সদস্যরা জানান, তারা খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে হরিনগর এলাকায় অপেক্ষা করছেন। তাকে নিয়ে আসা মাত্র হাসপাতালে নিতে হবে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।