সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে একজন মৌয়াল নিহত ও একজন মৌয়াল আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকাল ৮ টায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনের হোগলাডোরা খালে নিহত হন মৌয়াল হাবিবুর রহমান হাফু (২৭)। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের মীরগাং গ্রামের আজিজ মোল­ার পুত্র। কৈখালী স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে  জানান, মঙ্গলবার ১৩ এপ্রিল কৈখালী অফিস থেকে আজিজ মোল­াহ, হাফু সহ তারা সহযোগীরা মধু কাটার জন্য পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। বুধবার সকালে রায়মঙ্গল নদীর হোগলদড়া খালের পাশে মধু কাটার সময় হাবিবুর রহমান হাফুকে বাঘে ধরে নিয়ে যায়। পরে তার সাথে থাকা পিতা সহ সঙ্গীরা বনের ভেতর থেকে হাফুর মরদেহ উদ্ধার করে বেলা ১২ টার সময় নিজ বাড়ীতে নিয়ে আসে। হাবিবুর রহমানের ভাই আনিস মোল­াহ জানান, আমি সহ ছয় জন এক সঙ্গে মধু সংগ্রহ করতে সুন্দরবনে যায়। বুধবার সকাল ৮ টার দিকে মধু সংগ্রহের জন্য হোগলদড়া খালে নৌকা বাঁধি। এসময় তার ছোট ভাই হাবিবুর রহমান হাফু একা আগেই বনের ভেতরে ঢুকে পড়েন। এর কিছুক্ষণ পরে তিনি বনে ঢুকেই দেখেন তার ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এসময় আমার সামনে দিয়ে আক্রমণকারী বাঘটি চলে যায়। পরে নিহত হাফুর মরদেহ নিয়ে আমারা বাড়ি আসি। এদিকে, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে গত মঙ্গলবার বিকাল ৫ টায় সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকায় বাঘের আক্রমণে আহত হন শেখ রবিউল ইসলাম (২২) নামে এক মৌয়াল। বুধবার সকাল ১১টার দিকে আহত শেক রবিউলকে নিয়ে লোকালয়ে ফিরেছেন তার সহকর্মীরা। আহত শেখ রবিউল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের হালিম শেখের পুত্র। আহত রবিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।