নিজস্ব প্রতিনিধি : ফসলের ক্ষেতের ড্রেনের পাশে পড়ে থাকা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃতের নাম ফেরদৌসী পারভিন (৪৫)। তিনি পাটকেলঘাটা থানাধীন মিঠাবাড়ি গ্রামের আব্দুর সবুর চৌকিদারের দ্বিতীয় স্ত্রী।
সাতক্ষীরায় ফসলের ক্ষেতের ধারের ড্রেনে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে। স্থানীয় মসজিদের পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আব্দুস সবুর জানান, ফেরদৌসি পারভিনের প্রথম স্বামী আব্দুল্লাহ তিন বছর আগে মারা যাওয়ার পর একই গ্রামের শেখ পাড়ার গ্রাম পুলিশ আব্দুস সবুরের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমান স্বামীর প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে ফেরদৌসির বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। স্থানীয়দের দেওয়া তথ্য মতে রোববার দুপুর একটার দিকে নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে স্থানীয় মসজিদের পাশে সবজি ক্ষেতের ড্রেনের পাশ থেকে ফেরদৌসির লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে একটি কীটনাশকের বোতল পড়ে থাকলেও মুখে কোন বিষের গন্ধ বা ফেনা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করাে হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।#
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …