রমজানে দাম বৃদ্ধি পাওয়ায়,অভয়নগরে শসা চাষীদের মুখে হাসি

বিলাল মাহিনী/ অভয়নগর (যশোর) :

পবিত্র রমজান মাসের শুরু থেকে সারা দেশের ন্যায় অভয়নগরের শিল্প শহর নওয়াপাড়া ও আশেপাশের বাজারগুলোতে শসা-খিরাইয়ের দাম চড়া। উচ্চ মূল্য পেয়ে শসা চাষীদের মুখে হাসি ফুটেছে। উপজেলার ভৈরব উত্তর-পূর্বাঞ্চলের ফসলী জমিতে শসার উৎপাদন এবার তুলনামূলক কম। কিন্তু ভালো দাম পাওয়ায় লাভের আশা করছেন কৃষক। পবিত্র রমজানকে কেন্দ্র করে শসা ও সবজির বাজার চড়া। তাই ন্যায্য মূল্যে দেখা মিলছে কৃষকের মুখে হাসি। সরজমিনে দেখা গেছে, উপজেলার ভৈরব উত্তরের শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া, সিদ্দিপাশা ও দাক্ষিণ নড়াইলের বিছালী ইউনিয়নের বিভিন্ন বিলে বিশেষ করে বিল বুড়বুড়িয়া, কালমেঘ, গড়ার বিলসহ বিভিন্ন বিলের ঘের-বেড়িতে উৎপাদিত হচ্ছে শসা ও সবজি। দেখা গেছে, প্রতি বিঘা জমির শসা ক্ষেত থেকে একদিন পর পর এক দেড় মন শসা উৎপাদিত হচ্ছে।

অভয়নগরের ঘের মালিক ও শসা চাষীদের সাথে কথা বলে জানা যায়, তাদের প্রতি বিঘা জমি থেকে প্রতি সপ্তাহে তিন থেকে পাঁচ মন শসা উৎপাদিত হচেছ। তারা জানান, ইতিপূর্বেও এরকম শসা উৎপাদিত হলেও বিক্রয়মূল্য কম থাকায় খরচের টাকাই উঠতো না। তবে রমজান উপলক্ষ্যে এবার যেহেতু দাম ভালো তাই ভালোই বেচা-বিক্রি হচ্ছে। শসার বাজারে ঘুরে দেখা গেছে, এবার প্রতি মণ শসা দুই হাজার থেকে আড়াই হাজার টাকা বিক্রি হচ্ছে। শসার দাম বেশি তাই চাষীদের মুখে হাসি ফুটে উঠেছে। অন্যদিকে এ অঞ্চলের বিভিন্ন ঘের-বেড়িতে শসার পাশাপাশি অন্যান্য সবজি যেমন উচ্ছে, ঝিঙে, লাউ, ঢেড়স, পেঁপেসহ বিভিন্ন সবজির ফলন দাম দুটোই ভালো হয়েছে বলে জানা গেছে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।