চৌগাছায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় মাস্ক না পরায় এবং আইন অমান্যকরে দোকান খুলে ক্রয়-বিক্রয় করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ জনকে জরিমানা করা হয়েছে।

বুধ ও বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত আদালত পরিচালনা করে মাস্ক না পরায় গার্মেন্টস দোকানি সালাহউদ্দিন ও ফল ব্যাবসায়ী মিলনকে ৩শ টাকা করে ৬শ টাকা এবং চায়ের দোকানি আক্তারুজ্জামানের কাছ থেকে ২শ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ, থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস, এসআই মিজানসহ পুলিশ ও আনছার সদস্যরা তার সাথে ছিলেন। এছাড়া বুধবার বাজারের সাবিহা ইলেক্ট্রনিক্সের প্রোপাইটর আব্দুর রাজ্জাক এবং জামাল মটরসাইকেল ওয়ার্কশপের প্রোপাইটর জামাল হোসেনের কাছ থেকে ১ হাজার টাকা করে দু’ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।