প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগরের ভাঙ্গন বিধ্বস্ত বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ঠিকাদারের দ্বায়িত্বে দেওয়া নির্মাণ কাজ পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মোঃ রফিকুল্যা। গতকাল বেলা একটায় প্রতাপনগর হরিষখালির ভাঙ্গন মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন কালে বিভাগীয় প্রকৌশলী মোঃ রফিকুল্যা বেড়িবাঁধ নির্মাণ কাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের নিকট জানতে চান আগামী পূর্ণিমার গোন জোয়ারে কোন প্রকার মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ আছে কি না। এবং বেড়িবাঁধ নির্মাণ কাজের গুনগত মান নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় তত্ত¡াবধায়ক প্রকৌশলী আবুল হোসেন। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুধাংশু কুমার সরকার, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আলমগীর হোসেন, এপিএস কলেজ অধ্যক্ষ মজিবুর রহমান, প্রতাপনগর ইউনিয়ন প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মিলন, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …