শ্যামনগরে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা ও নামাজ আদায়

শ্যামনগর উপজেলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইস্তিস্কা) আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ৩টায় উপজেলার নকিপুর মোল­া বাড়ি জামে মসজিদের পাশে অত্র এলাকাবাসীর আয়োজনে ফসলের ক্ষেতে এ নামাজে শতাধিক মুসুলি­ অংশ গ্রহন করে। নামাজ শেষে মুসলি­রা মোনাজাতে অংশ নেন। এসময় নিজেদের পাপের কথা স্মরণ করে আল­াহর কাছে ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির প্রার্থনা করেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় ও গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে উপজেলার খাল-বিল ও পুকুর শুকিয়ে চৌচির হয়ে গেছে। এতে করে সুপেয় পানি সহ ব্যবহারিত পানির সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে জনজীবন নাকাল হয়ে পড়েছে। নামাজে ইমামতি করেন হাফেজ মাওঃ কামাল হোসেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।