ইসরায়েলে পদদলিত হয়ে নিহত ৪৪

এফএনএস বিদেশ : ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। যুক্তরাজ্যভিত্তকি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) হতাহতের সঠিক সংখ্যা না জানালেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন। সংবাদপত্র হরেৎজ জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। জরুরি সেবা সংস্থাগুলো আহতদের সরিয়ে নিচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে ‘বড় ধরনের বিপর্যয়’ হিসাবে বর্ণনা করেছেন এবং হতাহতের জন্য দোয়া করছেন বলেও জানিয়েছেন। উৎসবে অংশ নেয়া একজন বলেন, ‘আমরা আমাদের বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ করেই হৈ চৈ শুরু

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।