না খেয়ে রোযা রাখছে আলিম: সাহায্যের আবেদন

স্টাফ রির্পোটার: আব্দুল আলিম। সাতক্ষীরা শহরের ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুর গ্রামের ইছাবদ্দী গাজীর ছেলে। ছয় সদস্য বিশিষ্ট পরিবারটির এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তি কঠিন ও দুরারোগে আক্রান্ত হওয়ায় পরিবারটি অর্থনৈতিক ভাবে ভেঙ্গে পড়েছে। রমযানে একবার খেয়ে রোযা রাখছে পরিবারটি। যে টুকু জায়গা জমি, অর্থসম্পদ ছিল তাও বিক্রি করে তিনি চিকিৎস্যা নিয়েছে। এখনো তার নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে। আলিমের স্ত্রী, ৭ম শ্রেনীতে পড়–য়া ছেলে, শিশু শ্রেণীতে পড়া মেয়েসহ দুইজন ইয়াতিম ছেলে তার পরিবারের সদস্য। অন্যান্যের কাছে সাহায্য চাওয়ার পরিবেশ ও তাদের নেই। এমতাবস্থায় বেঁচে থাকতে হলে অন্যের সহযোগীতা দরকার। তাঁর পক্ষে কোনোভাবেই চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সাহায্যের জন্য সমাজের হূদয়বান ও বিত্তশালী মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো: আব্দুল আলিম,হিসাব নম্বর ২২০২২১২০০০১৬১, প্রাইম ব্যাংক লিমিটেড ,সাতক্ষীরা শাখা। মুঠোফোন বিকাশ নং ০১৮৭৬১৭৯০৭০। বিজ্ঞপ্তি।

Check Also

সাতক্ষীরায় অবৈধ দখলদার হতে সরকারি খাস জমি উদ্ধার

আজ ০৬ এপ্রিল ২০২৫ তারিখে সাতক্ষীরার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।