শ্যামনগর উপজেলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইস্তিস্কা) আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ৩টায় উপজেলার নকিপুর মোলা বাড়ি জামে মসজিদের পাশে অত্র এলাকাবাসীর আয়োজনে ফসলের ক্ষেতে এ নামাজে শতাধিক মুসুলি অংশ গ্রহন করে। নামাজ শেষে মুসলিরা মোনাজাতে অংশ নেন। এসময় নিজেদের পাপের কথা স্মরণ করে আলাহর কাছে ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির প্রার্থনা করেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় ও গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে উপজেলার খাল-বিল ও পুকুর শুকিয়ে চৌচির হয়ে গেছে। এতে করে সুপেয় পানি সহ ব্যবহারিত পানির সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে জনজীবন নাকাল হয়ে পড়েছে। নামাজে ইমামতি করেন হাফেজ মাওঃ কামাল হোসেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …