১৬ই মে পর্যন্ত বাড়লো লকডাউন, দূরপাল্লার বাস বন্ধই থাকবে

করোনার সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে চলমান লকডাউন আগামী ১৬ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে বন্ধ থাকবে সব ধরনের দূরপাল্লার গণপরিবহন (বাস, ট্রেন, লঞ্চ)। তবে আগামী ৬ই মে থেকে রাজধানীসহ মহানগরী ও জেলাগুলোতে গণপরিবহন চালু রাখার ঘোষণা দিয়েছেন  মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে সেগুলো বলবৎ থাকবে। তবে শহরের ভেতরে বাস বা গণপরিবহন চলাচল করবে। কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন,  জেলার মধ্যে গণপরিবহন চলবে (৬ মে থেকে)। কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ থাকবে।

এ ছাড়া  ট্রেন ও যাত্রীবাহী  নৌযান বন্ধ থাকবে । আর যেসব মার্কেটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হবে না প্রয়োজনে সেই মার্কেট বন্ধ করে দেয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেলে গত ৫ই এপ্রিল সারা দেশে এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করে সরকার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত ১৪ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেয় সরকার। এরপর তিনদফায় বাড়ানো লকডাউন আগামী বুধবার (৫ মে) শেষ হওয়ার কথা ছিল।

Check Also

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত

আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।