সাগরের সুরজল তোমার হৃদয় জুড়ে
জীবন আমার কাটে টাইফুন ঝড়ে
জন্ম আমার ওগো ভাসমান কুঁড়েঘরে
দুনিয়া দেখো তুমি রঙিন চশমা পরে
আয়েশি জীবন ছেড়ে এসো
প্রবালে ঘর বাঁধি
মিষ্টি প্রেমের গল্প বুনি
বকুলের মালা গাথি।
জানি না কখন চুপটি করে
বলেছিলে একরাশ হেসে,
ভালোবাসি শুনে, প্রেমের ভেলায় চড়ে
গেছি অথৈ জলে ভেসে।
নুন ভরা দেহ মোর, ক্লান্ত পথিক
তোমার রাজ্যে পাহারায় রতো
কতো যে পাগল প্রেমিক!
আতরের ঘ্রাণ ছড়িয়ে বাতাসে
আজও চলো প্রিয় হেঁটে,
কী যাতণা পিঠে বয়ে চলি জানো?
আজও মরি রোজ খেটে।।
এসো এসো প্রিয় মাটির দেশে
মাটির ঘ্রাণে মিশে,
হারিয়ে যেয়ো না মুক্ত কুড়িয়ে
রঙিন ঘোমটার দেশে!