আটোয়ারীতে নিউ পপুলার ক্লিনিক মালিকের বিরুদ্ধে নার্সের শ্লীলতাহানির অভিযোগ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে নিউ পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে তারই ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে তারই ক্লিনিকে এ ঘটনা ঘটে। উল্লেখ, গত দু’বছর পূর্বে পাশ^বর্তী ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী এলাকার কালমেঘ গ্রামের জনৈক কৃষকের কন্যা ডিপ্লোমা নার্স (২৪) আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের মাহাবুবা প্লাজায় গড়ে উঠা নিউ পপুলার ক্লিনিকে যোগদান করেন। অভিযোগ উঠেছে, তথাকথিত ওই ক্লিনিকে চাকুরিতে যোগদানের কয়েক মাসের মধ্যেই মালিক সাইফুল ইসলাম নার্সের প্রতি দূর্বল হয়ে পরে। একপর্যায় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে এবং অবাধ মেলামেশা শুরু করে। উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠার সুবাদে প্রায় দেড় বছর থেকে তারা ফকিরগঞ্জ বাজার সহ উপজেলার অলি-গলিতে এমনকি বিভিন্ন আবাসিক হোটেল আর পার্কে অবাধ বিচরণ করতে থাকে। এঅবস্থায় ওই নার্স বিয়ের দাবী তুললে ধূর্ত সাইফুল বিভিন্ন অজুহাতে দিন ক্ষেপন করতে থাকে। কিন্তু এক পর্যায়ে ওই নার্স বিয়ের জন্য জোর দাবী তুললে সাইফুল তার বউ বিউটি বেগমকে (৩৪) গোপনে ক্লিনিকে নিয়ে আসে এবং নার্সকে বেধড়ক মারপিট করে ক্লিনিক থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এঅবস্থায় ক্লিনিকের অন্যান্য কর্মচারীদের সহযোগিতায় গুরুতর অসুস্থ নার্সকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির জানান, বর্তমানে রোগী মহিলা ওয়র্ডের ১নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি এখন অনেকটা সুস্থ। এদিকে সাইফুল ইসলামের মুঠো ফোনে কথা বললে তিনি বলেন মারধর ও শ্লীলতাহানীর ঘটনা অস্বীকার করে বলেন, তার ক্লিনিকে কর্মরত নার্স হঠাৎ মাটিতে পড়ে গেলে আমিসহ কয়েকজন মিলে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তবে তিনি নিউজ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান। পাশাপাশি একটি মহল ঘটনাটি আড়াল করতে জোড় চেষ্টা অব্যাহত রেখেছেন।
এব্যাপারে ভিকটিমের সাথে কথা বললে তিনি জানান, তার সাথে দীর্ঘ দিনের প্রেমের সর্ম্পক থেকে শুরু করে তারা গভীর সর্ম্পকে লিপ্ত ছিলেন। তার যথেষ্ট প্রমানাদিও রয়েছে। তিনি জানান, আমার অধিকার প্রতিষ্ঠায় খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে নার্সের পরিবার ঘটনার সুষ্ঠ তদন্ত করে ক্লিনিকের মালিক সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ব্যাপরে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন বলেন, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।