স্টাফ রিপোর্টার, অভয়নগর যশোর :
যশোরের অভয়নগরে শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালি রাস্তা সংস্কারের সম্পূর্ণ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।
অভয়নগরে ৫নং শ্রীধরপুর ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের ১% এর টাকার পুড়াখালির আমিনুর মোল্যার বাড়ি থেকে সাত্তার মোল্যার অভিমুখে ও পুড়াখালি মিস্ত্রি বাড়ি থেকে বাওড় অভিমুখে ইটের রাস্তা সংস্কার বাবদ দুই লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকা বরাদ্দের কাজটিতে মারাত্মক অনিয়ম পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, পুড়াখালির আমিনুর মোল্যার বাড়ি থেকে মিস্ত্রি বাড়ি হয়ে বাওড় অভিমুখের রাস্তাটি একই এবং সামান্য দূরত্বে এই দুইটি নামকরন করা হয়েছে। তারপরও সেখানে বরাদ্দের অর্থ কোন রকম খরচ না করে সম্পূর্ণটাই লোপাট করা হয়েছে। আসলামসহ কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তারা নিজস্ব অর্থায়নে শুকনো পুকুর থেকে মাটি কেটে রাস্তাটির সংস্কার করছে এবং বিগত ৬/৭ বৎসরের ভেতর চেয়ারম্যান মোহাম্মদ আলী এখানে কোন সংস্কারের কাজ করেনি।
ইটের সলিং রাস্তা সংস্কারের বিষয়ে সাব এ্যাসিঃ ইঞ্জিঃ মঞ্জুরুল বলেন, আমি নতুন এসেছি তাই ঐ বিষয়ে কিছু জানিনা।
রাস্তা সংস্কারের বিষয়ে জানতে চেয়ারম্যান মোহাম্মদ আলীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল ধরেননি।