আব্দুল্লাহ (শার্শা) যশোর,প্রতিনিধিঃ
যশোরের শার্শায় উপজেলায় বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে গরিব ছাত্রদের মাঝে পাঞ্জাবি টুপি ও সেমাই চিনিসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় শার্শার বাগআঁঁচড়ায় শতাধিক গরিব ছাত্রদের মাঝে পাঞ্জাবী টুপি ও সেমাই চিনি ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের যশোর জেলা সাহিত্য সম্পাদক মেহেদী হাসান।
এসময় তিনি বলেন, এখন রমজান মাস চলছে, আমাদের এলাকায় ও আশেপাশের প্রতিবেশি গরীব সাধারণ ছাত্রদের যেন ঈদ ভালো ভাবে কাটে। সে কথা চিন্তা করেই আমাদের এই ব্যক্তিগত উদ্যোগ। আমরা মানুষের কাছে কোন বিনিময় চায় না। আজ ঈদকে সামনে রেখে গরিব ছাত্রদের হাতে সামান্য একটা ঈদ বস্ত্র টুপি ও সেমাই চিনি তুলে দিতে পেরেছি এবং তাদের পাশে দাঁড়াতে পেরেছি এজন্য আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া । আগামীতেও যেন প্রতিটি মুহূর্ত অসহায়ের পাশে এভাবে দাঁড়াতে পারি এজন্য সকলের কাছে আমি একান্ত ভাবে আমাদের বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের সকল ছাত্র এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া প্রার্থনা করছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন , সেক্রেটারি ওবায়দুল্লাহ,
অফিস সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।