তবু এই প্রাসাদের চেয়ে ঢের ভালো
চড়ুইয়ের চিলেকোঠায় বাস
বৃক্ষ পাতায় ছাওয়া কুঁড়ে কুঠির
হিম যন্ত্রের জলে তৃষ্ণা মিটে ঠিকই,
তাতে শরীর ভাঙ্গে, জ্বর ধরে
তার চেয়ে আমার নদী খাল বিল ঝিলের জল, বর্ষার শীতল ধোঁয়া প্রশান্তির দোলা দেয়।
রোগ বালাই ধুয়ে নেয়।
চৈত্রের দিন নিভে এসে এখন বৈশাখ
জৈষ্ঠ্যের অপেক্ষা পোড়ানোর,
তবু তোমার ছাদ চাপা গুমোটে ভেপসা উষ্ণতার চেয়ে আমার কাঠফাটা রৌদ্র দারুণ বেদনার।
এখানে প্রকৃতি আছে, নেই পৃথিবীর রূঢ় নষ্ট স্বভাবের দিন।
তোমার পৃথিবী ভরা আঁধার
জ্ঞানপাপী মুখোশ পরা শয়তান।
ওরা অভাবীর ত্রাণ কেড়ে খায়
কলমের খোঁচায় লুটে নেয় ভূমিহীনের মাটি, ভূখার জঠর জ্বালিয়ে গোলায় ভরে ধান, হাজারো প্রাণ!
আমার রাজ্যে মাতৃস্নেহ আছে
বাবার ছায়া আছে
টিমটিম জ্বলা প্রদীপ, নিভু নিভু কুপির আলো আঁধারে মানুষ আমি
আমার ক্ষয় নেই, আমি চিরঞ্জীব চিরদিন বেঁচে রব ভূখা মিছিলে
বঞ্চিতের ধমনীতে।