সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গে মৃত্যু ১৬২

নিজস্ব প্রতিনিধি: করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে মঞ্জুয়ারা বেগম (৪০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ মে) বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে তথা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬২ জনে। মঞ্জুয়ারা বেগম জেলার কালিগঞ্জ উপজেলার শাকবসু এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর রবিবার বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।